রূপকল্প(Vision):
কর আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং কর ফাঁকি উদঘাটনে সহায়তা করা হয়।
অভিলক্ষ্য (Mission):
কর পরিদর্শন পরিদপ্তর কর প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে সহায়ক। করদাতাদের উপর নজরদারি এবং নিরীক্ষণের মাধ্যমে কর উন্নয়ন (tax compliance) ও রাজস্ব সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঠিকভাবে কাজ করলে এটি করদাতাদের অধিকার এবং দায়িত্ব উভয়কেই সুরক্ষিত করতে সহায়ক হয় — যেমন কর নির্ধারণের স্বচ্ছতা, অপব্যবহার রোধ।